অ্যাফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল ২০২৩
অ্যাফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল ২০২৩
অ্যাফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল ২০২৩
হ্যালো আশা করেছি সবাই ভাল আছেন, আজ আমরা আলোচনা আলোচনা করব কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন?
শুরুতে আমরা জানবো
অ্যাফিলিয়েট মার্কেটিং কাকে বলে?
যদি এক কথায় বলি তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোন একটি কোম্পানির কাছ থেকে একটি প্রোডাক্ট নিয়ে সেটাকে কাস্টমারের কাছে সেল করা
এবং প্রোডাক্টটি সেল করার বিনিময়ে ওই কোম্পানির কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ একটি কমিশন নেওয়া কে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলে।।এফিলিয়েট মার্কেটিং কাকে বলে
বর্তমান সময়ে মার্কেটে অনেক কোম্পানি রয়েছে যারা তাদের প্রোডাক্ট সেল করার জন্য সেলার তথা অ্যাফিলিয়েট মার্কেটার নিয়োগ দিয়ে থাকে এবং তাদের প্রোডাক্ট সেল করার জন্য নির্দিষ্ট পরিমাণ একটি কমিশন দিয়ে থাকে !
আর আপনি চাইলে এই সুযোগটি কাজে লাগিয়ে আপনার ঘরে বসে অনলাইনে এই কাজটি আপনি করতে পারবেন । আর এজন্য আপনার দরকার হবে একটি ল্যাপটপ অথবা মোবাইল ফোন এবং ইন্টারনেট সংযোগ।অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুবিধা কি
আপনার কাছে যদি এগুলো থাকে তাহলে আপনি এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন এবং প্রতি মাসে ঘরে বসেই আপনি ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারবেন ।
কিভাবে অ্যাফিলেট মার্কেটিং শুরু করবেন?
আপনি চাইলে তিনটি ধাপে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন।
প্রথমে আপনাকে একটি মার্কেটপ্লেসে জয়েন করতে হবে ।তারপর সেই মার্কেটপ্লেস থেকে আপনাকে একটি অ্যাফিলিয়েট লিংক দেওয়া হবে এর পর আপনি সেই লিংক নিয়ে।
বিভিন্ন কাস্টমারের কাছে প্রচার করতে পারবেন এবং সেই প্রচার থেকে যদি কোন কাস্টমার আপনার অ্যাফিলিয়েট লিংক থেকে প্রোডাক্ট কোনো কিনে নেয়। অ্যা। ফিলিয়েট মার্কেটিং এর সুবিধা কি
তাহলে আপনি উক্ত মার্কেটপ্লেস থেকে একটি কমিশন পেয়ে যাবেন, কমিশনের টাকা মাস শেষে আপনি আপনার ব্যাংক এ নিয়ে আসতে পারবেন
কিভাবে আপনি marketplace এ জয়েন করবেন?
অ্যাফিলিয়েট মার্কেটপ্লেসগুলোতে জয়েন করতে হলে । প্রথমে আপনাকে যেকোনো একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক as an affiliate মার্কেটার হিসাবে সাইনআপ করতে হবে,।এবং
জয়েন করার পর তারা আপনাকে একটা ইমেইল মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি তাদের নেটওয়ার্ক এ একজন অ্যাফিলিয়েট পাটনার হিসাবে কাজ করতে পারবেন কিনা।
আর বাংলাদেশ থেকে affiliate মার্কেটিং করার জন্য যে সমস্ত মার্কেটপ্লেস গুলোতে খুব সহজেই অ্যাপ্রুভ পাওয়া যায়,। সে সমস্ত মার্কেটপ্লেস গুলো হচ্ছে ।
1.Impact
2.Appsumo
3.Clickbank
4.Maxbaunty
5.Jvzoo
6.Worior plus
7.ShareAsale
8.Awin
আপনি চাইলে এর যেকোনো একটিতে জয়েন করে কাজ শুরু করতে পারবেন।
আরএই সকল Affiliate program এর মধ্য impact affiliate network খুবই বর্তমানে জনপ্রিয় আমাদের বাংলাদেশিদের মধ্যে।
আর appsumo হচ্ছে impact affiliate network এর পাটনার নেটওয়ার্ক । তাই আমরা চাইলে appsumo এর মাধ্যমে ইম্প্যাক্ট এ একটি affiliate account করতে পারবো।
কিভাবে আপনি Appsumo affiliate একাউন্ট করবেন সেটা দেখতে এখানে ক্লিক করুন👉 ভিডিও
Account টি সম্পন্ন হয়ে গেলে আমরা appsumo affiliate নেটওয়ার্ক থেকে একটি ভেরিফিকেশন মেইল পাবো
এবং সেই মেইলের মাধ্যমে আমরা আমাদের affiliate নেটওয়ার্কে ভেরিফাই করে নেব
এবং ভেরিফাই করে নেওয়ার পরে আমাদের একাউন্টটি ফুল ভাবে সেটআপ করে তারপর আমরা appsumo মার্কেটপ্লেসে যাব এবং
সেখান থেকে প্রোডাক্ট এর লিংক নিয়ে আমরা বিভিন্ন জায়গা প্রমোট করবো আর সেই প্রমোট এর মাধ্যমে যদি কোনো সেল আসে তবেই আমরা সেখান থেকে কমিশন পাবো,
Appsumo কমিশন প্ল্যান:
আপনি appsumo অ্যাফিলিয়ে নেটওয়ার্কের প্রতিটি প্রোডাক্ট সেল করার জন্য ওই প্রোডাক্টের যে দাম থাকবে আপনি তার ১০০% কমিশন পাবেন।
এবং প্রতিটা রিটার্ন কাস্টমারের জন্য আপনি ফাইভ৫ % করে কমিশন পেয়ে থাকবেন , রিটার্ন কাস্টমার হলো যিনি একবার অ্যাপসুমো থেকে প্রোডাক্ট কিনেছেন ।
এবং দ্বিতীয়বার আপনার লিংক থেকে যদি কোন প্রোডাক্ট কিনে নেন তাহলে ওই কাস্টমার থেকে আপনি প্রত্যেক প্রোডাক্ট এর উপরে ৫% কমিশন পেয়ে থাকবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করব
শেষ কথা,
[অ্যাফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল ২০২৩]
আশা করছি আপনি affiliate marketing কি সেটা বুঝতে পেরেছেন?পরবর্তীতে আমরা affiliate মার্কেটিং প্রোডাক্ট. আপনি কোথায় প্রমোশন করবেন ?
এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে কি কি জিনিসের প্রয়োজন হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, তো পরবর্তী আলোচনাগুলোর আপডেট পেতে
এখনই আপনি আমাদের ওয়েবসাইটটি তে আপনার ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই আর্টিকেল টি আপনার কেমন লাগলো সেটার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন
ভালো থাকুন...........এফিলিয়েট মার্কেটিং কাকে বলে